আমাদের সম্পর্কে:

আদ্যপ্রাণ একটি নতুন স্টার্টআপ, যেটি ২০২৫ সালে মে মাসে তার কার্যক্রম শুরু করে। প্রথমে শুধু আম দিয়ে এই যাত্রা শুরু করলেও পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করে স্বল্প পরিসরে গ্রোসারি স্টোরের মতো একটি অনলাইন প্লাটফর্ম গড়ে তোলার, যেখানে মানুষ স্বাচ্ছন্দ্যে কোনাকাটা করতে পারবে দাম এবং কোয়ালিটির চিন্তা ছাড়াই।

আমাদের প্রধাণ লক্ষ্য অল্প লাভে খুবই সাধারণ মানুষ পর্যন্ত আমাদের এই সেবা পৌছে দেয়া। আশাকরি আল্লাহ তৌফিক দিলে আপনারা সবাই আমাদের এই স্টার্টআপের পাশে থাকবেন, এবং আপনারাই আজকের এই আদ্যপ্রাণকে একটি ব্রান্ড হিসাবে দাড় করাতে সব থেকে বড় ভূমিকা রাখবেন ইন শা আল্লাহ। 

Mamun Billah

Founder, CEO

নিজের সর্ম্পকে বলার মতো আমার কিছু নেই। আল্লাহ আমাকে যতটুকু করার তৌফিক দিবে ইন শা আল্লাহ ততটুকু আপনাদের জন্য করবো।

Meet The Team

বর্তমানে টিম বলতে কিছু নেই, আমি একাই এটাকে টেনে নিয়ে যাচ্ছি, নিজেই সবকিছু পরিচালনা করছি, সেটা ওয়েব সাইট ডিজাইন, মেইনটেইন্স থেকে শুরু করে অর্ডার রেডি করা, প্যাকিং, ফেসবুক পেইজ মেইনটেইন এর পাশাপাশি ভালো কোয়ালিটির মালামাল জোগাড় করার জন্য দৌড়াদৌড়ি! আল্লাহ সুযোগ দিলে এখানে হয়তো একদিন একটি টিম থাকবে।

We Work With the Best Partners

বর্তমানে আমাদের প্রোডাক্টগুলো জোগাড় করা হচ্ছে আমাদের খুব বিশ্বস্ত কিছু সোর্স থেকে, আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আমাদের বিশ্বস্ত সোর্সের সংখ্যা বৃদ্ধি করার জন্য।

Do you want to become our partner?

আমরা আমাদের মালগুলো খুব বিশ্বস্ত সোর্স থেকে সংগ্রহ করার চেষ্টা করে যাচ্ছি। আপনাদের যদি সেরকম কোন সুযোগ থাকে তবে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।

ফেরত ও রিফান্ড নীতিমালাঃ

যদি কোনো গ্রাহক ভুল পণ্য বা ত্রুটিপূর্ণ পণ্য পান, তাহলে আমাদেরকে অবহিত করার সাথে সাথেই আমরা তা নিজ খরচে স্টক থাকা সাপেক্ষে পরিবর্তন করে দেওয়ার চেস্টা করবো ইন শা আল্লাহ। গ্রাহক চাইলে সম্পূর্ণ টাকা রিফান্ডও গ্রহণ করতে পারেন। অথবা সমপরিমান টাকার ভাউচার প্রদান করা হবে যা দিয়ে আমাদের ওয়েবসাইট থেকে তিনি কেনাকাটা করতে পারবেন। তবে এ ক্ষেত্রে শর্ত হচ্ছে :-

প্যাকেট খোলার সময় ছবি/ভিডিও করে রাখবেন প্রমাণ হিসাবে এবং প্রোডাক্ট রিসিভ করার ৮ ঘন্টার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে হবে।

আর আপনি যদি এই দুনিয়ার অল্প কয়েকটা টাকার জন্য কৌশল অবলম্বন করতে চান তবে মনে রাখবেন “আল্লাহ সবচেয়ে বড়/শ্রেষ্ঠতম কৌশলী ”